স্টাফ রিপোর্টার : চাঁদপুরের কচুয়ায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান খান আলমগীর এমপির পক্ষ থেকে গরীব দুখী অসহায় প্রায় ১ শতাধিক শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
২০ জানুয়ারি বুধবার কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের সুবিদপুর এবং কচুয়া পৌরসভার ৫ এবং ৬ নং ওয়ার্ডের বাসিন্দাদের মাঝে এ শীত বস্ত্র (কম্বল) বিতরণ করেন, সিটি মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ডা. রিফায়েত উল্লাহ শরীফ।
এসময় উপস্থিত ছিলেন, কচুয়া পৌর ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক ও যুবলীগ নেতা মহিতুল ইসলাম ফরহাদ, কচুয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার ইব্রাহিম খলিল বাদল, কড়ইয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাইফুল ইসলাম রিয়াদসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
Facebook Comments