Home / বাংলাদেশ / রাজনীতি / আজ শাহরাস্তিতে উপ- নির্বাচন; জনপ্রিয়তায় এগিয়ে আ.লীগ প্রার্থী রুহুল আমিন

আজ শাহরাস্তিতে উপ- নির্বাচন; জনপ্রিয়তায় এগিয়ে আ.লীগ প্রার্থী রুহুল আমিন

নোমান হোসেন আখন্দ : আজ শাহরাস্তির মেহের দক্ষিণ ইউনিয়নের উপ- নির্বাচন। নির্বাচনকে ঘিরে উপজেলা নির্বাচন অফিস ইতিমধ্যে সকল প্রস্তুতি শেষ করেছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: আবুল কাসেম জানান, মেহের দক্ষিণ ইউনিয়নের ৯ টি কেন্দ্রে ও চিতোষী পশ্চিম ইউনিয়নের ১ টি কেন্দ্রে ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ নির্বাচনের সকল সরঞ্জামাদি পৌছানো হয়েছে।

নির্বাচনে ৪ জন নির্বাহী ম্যাজিষ্টেট, ১০ জন প্রিজাইডিং, ২৪ জন সহকারী প্রিজাইডিং, ৪৮ জন পোলিং অফিসার, ৫০ জন পুলিশ, ১৭০ জন আনসার সদস্য, ৩টি পুলিশ মোবাইল টিম, বিজিবির ২ টি স্ট্রাইকিং ফোর্স, ও র‌্যাবের ১ টি টিম দায়িত্ব পালন করবে। মেহের দক্ষিণ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৭ হাজার ৪ শত ৪২ জন, এতে পুরুষ ভোটার ৩ হাজার ৫ শত ৫৩ জন, নারী ভোটার ৩ হাজার ৮ শত ৮৯ জন ।

এ ইউপির কেন্দ্রগুলো হচ্ছে কেন্দ্র নং ১ , ফতেপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৬ শত ৫৩ জন, কেন্দ্র নং ২ , ভোলদিঘী আল আমিন একাডেমী, এ কেন্দ্র মোট ভোটার ৭৮১ জন, কেন্দ্র নং ৩ , মালরা সরকারী প্রাথমিক বিদ্যালয় এ কেন্দ্রে মোট ভোটার ৬ শত ৫৭ জন, কেন্দ্র নং ৪ , পদুয়া কমিউনিটি ক্লিনিক , এ কেন্দ্রে মোট ভোটার ৮ শত ১০ জন, কেন্দ্র নং ৫ , দারুন করা ফোরকানিয়া মাদ্রাসা , এ কেে ন্দ্র মোট ভোটার ৫ শত ৪৯ জন , কেন্দ্র নং ৬ , দেবকরা সরকারী প্রাথমিক বিদ্যালয় এ কেন্দ্রে মোট ভোটার ১১ শত ২৫ জন, কেন্দ্র নং ৭ , দেবকরা দারুল উলূম কওমী মাদ্রাসা , এ কেন্দ্রে মোট ভোটার এ কেন্দ্রে মোট ভোটার ৬ শত ৭৪ জন, কেন্দ্র নং ৮, দেবকরা মারগুবা ড: শহীদ উল্ল্যাহ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় , এ কেন্দ্রে মোট ভোটার ১১ শত ৫১ জন, ও কেন্দ্র নং ৯, দক্ষিণ দেবকরা সরকারী প্রাথমিক বিদ্যালয়, এ কেন্দ্রে মোট ভোটার ৯ শত ১১ জন। এছাড়া চিতোষী পশ্চিম ইউপির একমাএ ভোট কেন্দ্র , ওয়ার্ড নং ৭ , একমাত্র কেন্দ্র, সিমাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়, এ কেন্দ্রে মোট ভোটার, ১১ শত ২০ জন ।

মেহের দক্ষিন ইউপির নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মো; রুহুল আমিন লড়ছেন (নৌকা) প্রতিকে, বি এন পি মনোনীত মাসুদ কবির লড়ছেন ( ধানের শীষ ) প্রতিকে ও স্বতন্ত্র প্রার্থী মো: জাহাঙ্গীর আলম লড়ছেন (আনারস ) প্রতিকে। তবে এ উপ- নির্বাচনের নির্বাচনী প্রচারনায় অনেকটাই এগিয়ে রয়েছেন আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী মো: রুহুল আমিন। যিনি এলাকায় একজন সৎ, নির্ভীক, আদর্শবান সমাজকর্মী, হিসেবে এলাকায় পরিচিত । সমাজের মানুষের কল্যানে যিনি সর্বদা কাজ করে যাচ্ছেন। তাই জনপ্রিয়তায় অপর দুই প্রার্থী থেকে অনেকটাই এগিয়ে রয়েছেন সজ্জন , সহজ সরল স্বভাবের ব্যাক্তি নৌকা প্রতিকের প্রার্থী মো: রুহুল আমিন।

অপর দিকে চিতোষী পশ্চিম ইউপির ৭ নং ওয়ার্ডের সাধারন সদস্য পদে লড়ছেন মো: কামাল হোসেন ( ফুটবল) প্রতিকে , ও মো: জহিরুল ইসলাম ( মোরগ ) প্রতিকে প্রতিদ্ধন্ধিতা করছেন।

উল্লেখ্য, মেহের দক্ষিণ ইউপি চেয়ারম্যান সফি আহম্মেদ মিন্টুর মৃত্যুতে এ ইউপিতে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

Facebook Comments

Check Also

সড়কে একসঙ্গে একই পরিবারের ছয়জন লাশ, কান্নার রোল

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় টাঙ্গাইলের নাগরপুরের একই পরিবারের নিহত ছয়জনের বাড়িতে চলছে শোকের মাতম। শুক্রবার (৪ …

Shares
vv